নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাতার :: শুক্রবার ১৪,নভেম্বর :: গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় বলগোনা বাজারে দুটি দোকানে অভিযান চালিয়ে ৪৭ টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করল ভাতার থানার পুলিশ। জানা গেছে, ভাতারের বিভিন্ন এলাকা থেকে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
সিসিটিভি ফুটেজ ও সোর্স মারফত খবর পেয়ে ভাতারের এরুয়ার এলাকা থেকে ভাগু শাহ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে তিনটি গ্যাস সিলিন্ডার হয়। ধৃতকে জেরা করে পুলিশ গ্যাস সিলিন্ডার চুরির চক্রের হদিশ পায়। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে বলগোনা বাজারে একটি গ্যাস মেরামতির দোকানের চুরির সিলিন্ডারগুলি বিক্রি করেছিল।
এরপরই ভাতারের বলগোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকানে অভিযান চালিয়ে ৪৭টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় দোকান মালিক মঙ্গল মুন্সিকে।

