নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাকপুর :: শুক্রবার ১৪,নভেম্বর :: দিল্লি লাল কেল্লার সামনে আচমকা বিস্ফোরণের খবরে নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। আর এই অস্ত্রে শান দিয়ে পথে নেমে পড়েছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস।
ব্যারাকপুরে সংসদ পার্থ ভৌমিক ও রাজ্যের মন্ত্রী শশী পাজা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তর ব্যর্থ। তাই রাজধানীর বুকে এত বড় নাশকতা হয়ে গেল। দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন মন্ত্রী সংসদরা।
এবার রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। সেই অবস্থা হয়েছে তৃণমূলের। এ রাজ্যে কেউ নিরাপদ নয়। বিজেপির বিধায়ক সংসদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আক্রমণের শিকার হতে হয়।
পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থ। তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় কি করে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে সেই নিয়ে সংশয় আছে। উনি কেন্দ্রের গোয়েন্দা দপ্তরের বিষয় না ভাবলেও চলবে। উনি আগে রাজ্যটা ভালো করে সামলাক। উনার রাজ্য চালানোর আর ক্ষমতা নেই।

