বিজেপির জয়ে মোদির এক্স পোস্ট — ‘সুশাসন-উন্নয়ন-জনকল্যাণের জয়’”

আনন্দ মুখোপাধ্যায়  :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শুক্রবার ১৪,নভেম্বর :: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫–এর ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সরকারি X (আগের টুইটার) হ্যান্ডলে প্রতিক্রিয়া দিয়েছেন।

তিনি লিখেছেন, এটি “সুশাসন, উন্নয়ন এবং জনকল্যাণের জয়”, এবং এর কৃতিত্ব দিয়েছেন জনগণের বিশ্বাসকে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টায় তিনি দিল্লিস্থ দলীয় সদর দফতরে কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। বিজেপি নেতৃত্ব এই ফলাফলকে ভবিষ্যৎ রাজনৈতিক পথচলার একটি শক্তিশালী ভিত্তি বলে মনে করছে এবং উন্নয়নমুখী বার্তা সামনে রেখে এগোতে চাইছে।তাঁর বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “সুশাসনের জয় হয়েছে। উন্নয়নের জয় হয়েছে। জনকল্যাণের চেতনার জয় হয়েছে। সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে। আমার বিহারের পরিবারের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞ ,

যাঁরা ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ-কে ঐতিহাসিক ও অভূতপূর্ব আশীর্বাদ দিয়েছেন। এই বিপুল জনসমর্থন আমাদের নতুন সংকল্প নিয়ে বিহারের সেবা করার ক্ষমতা দেবে।”

এই ‘অতুলনীয় জয়ের’ জন্য প্রধানমন্ত্রী এনডিএ-র প্রধান শরিক দলগুলির নেতাদের অভিনন্দন জানান। তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর প্রধান চিরাগ পাসোয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম)-এর প্রতিষ্ঠাতা জিতন রাম মাজি এবং রাষ্ট্রীয় লোক মোর্চা-র প্রেসিডেন্ট উপেন্দ্র কুশওয়াহাকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন।

ভবিষ্যতের বিহার নিয়ে প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি লেখেন, “আগামী দিনগুলিতে, আমরা বিহারের অগ্রগতি, বিহারের পরিকাঠামো এবং বিহারের সংস্কৃতির জন্য আরও বেশি কাজ করব। আমরা এটা নিশ্চিত করব যাতে, রাজ্যের যুব শক্তি এবং নারী শক্তি সমৃদ্ধ জীবন যাপনের অসংখ্য সুযোগ পান।”

২৪৩ সদস্যের বিহার বিধানসভায় এনডিএ জোট ২০০-এর বেশি আসনে জয়ের পথে, যা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার (১২২) পাশাপাশি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (১৬২) অতিক্রম করেছে। এই ফলাফল জোটের প্রতি জনগণের বিপুল আস্থার প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।

বিশেষত, বিজেপি এককভাবে প্রায় ৯০টি আসনে এগিয়ে থেকে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা ২০২০ সালের ৭৪টির তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ-ও তাদের আসন সংখ্যা (গতবার ৪৩) প্রায় দ্বিগুণ করে জোটের বিজয়কে আরও মজবুত করেছে।

বিহারের রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু, এবং এবারের নির্বাচনে বিজেপির বিপুল জয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। মোদির বার্তা এই জয়কে কেবল দলীয় বিজয় নয়, বরং ‘উন্নয়ন ও কল্যাণের পক্ষে জনমত’ হিসেবে তুলে ধরে।

এখন লক্ষ্য রাখতে হবে, এই বার্তা বাস্তব মাঠে উন্নয়ন প্রকল্প ও জনকল্যাণমূলক পদক্ষেপে কতটা প্রতিফলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 2 =