নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৫,নভেম্বর :: নিউটাউনে পেট্রোল পাম্পের সামনেই ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।
নিউ টাউন থানা নিউ টাউন ট্রাফিক গার্ড ও বিধান নগরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকর ঘটনাস্থলে। কি থেকে আগুন এখনো পর্যন্ত জানা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, আজ বিকালেই যখন ট্যাঙ্কারটি তেল দেওয়ার জন্য নিউ টাউন বাস স্ট্যান্ড সংলগ্ন পাম্পে এসেছিল। পাম্পের সামনে আসতে আচমকাই ধোঁয়া দেখতে পায় চালক। এরপর পাম্প থেকে কিছুটা দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সেই সময় দাউ দাউ করে আগুন ধরে ওঠে ট্যাঙ্কারে।

