নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের বিপুল জয়ের আনন্দে বর্ধমানে জেলা বিজেপির পক্ষ থেকে বিজয় উচ্ছ্বাস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৫,নভেম্বর :: বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের বিপুল জয়ের আনন্দে বর্ধমানে জেলা বিজেপির পক্ষ থেকে বিজয় উচ্ছ্বাস, বাইক রেলি করে গেরুয়া আবির মেখে বাজনা বাজিয়ে বাজি ফুটিয়ে বিজয় উচ্ছ্বাসে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকেরা।

উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্যরা। শুক্রবার রাতে বাইক র‍্যালিটি বর্ধমানের জেলা কার্যালয়ে থেকে কার্জন গেট পর্যন্ত আসে, সেখানে গেরুয়া আবির মেখে, বাজনা বাজিয়ে বাজি ফুটিয়ে বিজয় উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা।

আগামী দিনে ২০২৬-এ পশ্চিমবাংলায় বিহারে জয়ের মতই পশ্চিমবাংলায় এই জয় আসবে বলে আশাবাদী বিজেপির জেলার সভাপতি অভিজিৎ তা। বিহারের মানুষ অনেক সচেতন বিহারে এস আই আর হওয়ার পরেই বিজিপির এই জয় বলে জানান অভিজিৎ তা।

ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি দেবজ্যোতি সিংহ রায় জানান SIR নিয়ে এখানকার শাসকদল যেভাবে সাধারণ মানুষদের ভুল বোঝাচ্ছে সেই ভুল বোঝানোর জন্য সাধারণ মানুষজন আতঙ্কিত হচ্ছে,

আমরা সাধারণ মানুষ জনকে বোঝাছি যাতে যাতে তারা আতঙ্কিত না হয়। বিহারে জয়ের ফলে আজ আমরা উচ্ছ্বাস করছি, বর্ধমানের কার্জন গেটে আবির মেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =