শনিবার নদীয়ার কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয় রেল চলাচল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ১৫,নভেম্বর :: দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলেও কোথাও যেন থেমে থাকল খামতি। যেদিন নবদ্বীপ পর্যন্ত ট্রেন ছুটবে সেদিন হবে স্বপ্ন পূরণ। শনিবার নদীয়ার কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয় রেল চলাচল। অনুষ্ঠানের শেষে নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদের এমনটাই দাবি।সম্প্রতি নদীয়ার নবদ্বীপ ধাম এবং শান্তিপুর ধাম যার মধ্যস্থ যোগাযোগের একমাত্র পথ কৃষ্ণনগর। সেই কৃষ্ণনগর স্টেশন থেকে আমঘাটা পর্যন্ত রেল চলাচলের কাজ শুরু হয়েছিল আগে থেকেই। ট্রায়াল থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ব্যবস্থা সবকিছুর পরিকাঠামো শেষ হয়েছিল মাস কয়েক আগে।

শনিবার যার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সাথে ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, ২৪ ঘন্টায় ছটি ট্রেন যাতায়াত করবে যার গন্তব্যস্থল থাকবে আমঘাটা থেকে কৃষ্ণনগর হয়ে শিয়ালদা পর্যন্ত।

এ বিষয়ে বিজেপি সংসদ জগন্নাথ সরকারের দাবি, তার আজকে আনন্দর দিন হলেও কোথাও যেন নিরানন্দ থেকে গেল। শুধু আম ঘাঁটা নয়, যেদিন নবদ্বীপ পর্যন্ত ট্রেন ছুটবে সেদিন তার স্বপ্ন পূরণ হবে। আগামী দিনে শান্তিপুরের সাথে রেলপথ যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এখন থেকে চলবে তারি প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =