নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: শনিবার ১৫,নভেম্বর :: এমন কোন জঙ্গি কার্যকলাপ নেই যার সাথে বাংলার যোগ নেই। আনসারুল বাংলার জঙ্গিরা বাংলায় আশ্রয় নেয়, শেখ হাসিনার বাবা মুজিবুর রহমান কে যারা খুন করেছিল তারা এই বাংলায় আশ্রয় নিয়েছে। কাশ্মীরের জঙ্গিরা পর্যন্ত এ রাজ্যে আশ্রয় নিয়েছে।
পশ্চিমবঙ্গ হল জঙ্গিদের নিরাপদ আশ্রয় স্থল। এখানকার পুলিশ প্রশাসন তাদেরকে আশ্রয় দেয়। দিল্লি বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট রাসায়নিক পাওয়া গিয়েছে তা নেপাল হয়ে এ রাজ্য দিয়েই পাচার হয়েছে।
এ বিষয়ে তদন্ত করে এ রাজ্যের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বদের কেন গ্রেপ্তার করা হবে না। এ রাজ্যের প্রশাসন ইন্টেলিজেন্স এসটিএফ নিষ্ক্রিয় না হলেও এরা অপরাধীদের সহযোগিতা করে বলে অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর।

