নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ১৫,নভেম্বর :: বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে শিকারপুর ও সরস্বতী চা বাগানে দুই নতুন মূর্তির উদ্বোধন করলেন বিধায়ক খগেশ্বর রায়।
শনিবার আদিবাসী নেতা ও স্বাধীনতা সংগ্রামী বীর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিরসা মুন্ডার নতুন দুইটি মূর্তির উদ্বোধন করেন তিনি।
প্রথমে বিরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বেলাকোবার বটতলা মোড় ধামসা মাদল দিয়ে শোভাযাত্রা করে এসে রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানের মাঝে এই নবনির্মিত মূর্তির উদ্বোধন করা হয়।
পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় ৫ লক্ষ ১১ হাজার টাকা ব্যয়ে শিকারপুর চা বাগানের মাঝে এই মূর্তি স্থাপন করা হয়েছে।
এর পাশাপাশি একই দিনে রাজগঞ্জের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরস্বতী চা বাগানের মাঝেও আদিবাসী নেতা ও স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার আরও একটি মূর্তি উদ্বোধন করা হয়।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার,জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর সহ অনেকে।

