নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: রবিবার ১৬,নভেম্বর :: বীরভূমের নলহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ দুষ্কৃতীদের গুলিতে গুরুতরভাবে আহত হন সীমা খান নামে এক মহিলা। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমা খান নলহাটির পাকুরতলা এলাকায় একটি বিউটি পার্লার চালান।
অভিযোগ, খুনের উদ্দেশ্যেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ এবং রামপুরহাট এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অপ্রত্যাশিত এই গুলিবর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

