নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৬,নভেম্বর :: নেতাজি কমার্শিয়াল মার্কেট ব্যবসায়ী সমিতির পরিচালনায় শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে বিরাট নরনারায়ণ সেবার আয়োজন। শনিবার সকাল থেকেই শুরু হয় জোর প্রস্তুতি।
সন্ধ্যায় মায়ের মন্দিরে নারকেল ফাটিয়ে এই নরনারায়ন সেবার শুভ উদ্বোধন করেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক, সহ-সম্পাদক গোপাল শর্মা ১৭ ওয়ার্ড কাউন্সিলর শুভময় বসু,
নেতাজি কমার্শিয়াল মার্কেট ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট কিষাণ চ্যাটার্জী, সেক্রেটারি জয়ন্ত দাস, ভাইস প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা ব্যবসায়ী বন্ধুরা।
কিষাণ চ্যাটার্জী জানান প্রতিবছরের ন্যায় এ বছর কালীপূজাকে উপলক্ষে আমরা নরনারায়ন সেবার আয়োজন করেছি । প্রচুর ভক্ত সমাগম হয় আমাদের এই মার্কেট চত্বরে এবং আমরা সদস্যরাই এই নারায়ণ সেবার আয়োজন করে থাকি এবছর প্রায় দশ হাজার ভক্তকে প্রসাদ বিতরণের উদ্যোগ নিয়েছি

