নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৬,নভেম্বর :: আয়কর দপ্তর ও মালদা মার্টিন চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সচেতনতা শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন ইনকাম ট্যাক্স দপ্তরের আধিকারিক প্রত্যায় সেনগুপ্ত। আইটিও প্রবীর ভট্টাচার্য, সহ অন্যান্যরা।
অন্যদিকে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক সহ-সম্পাদক গোপাল শর্মা কার্যকরী সমিতির সদস্য হিমাদ্রি রায় উজ্জ্বল সরকার সহ ব্যবসায়ীরা।
এই সচেতনতা শিবিরে আধিকারিক প্রত্যয় সেনগুপ্ত জানান ব্যবসায়ীদের বিভিন্ন ক্ষেত্রে পিডিএফ সম্বন্ধে অনেক ভুল তারা করে থাকেন সেই বিষয়কে সঠিকভাবে তাদের সামনে তুলে ধরতে আমাদের এই কর্মশালা পাশাপাশি আয়কর সংক্রান্ত বিভিন্ন সুবিধা থেকেও ব্যবসায়ীরা যেন বঞ্চিত না হয় সে কথা তিনি জানান।
সংগঠনের সম্পাদক উত্তম বসাক বলেন ব্যবসায়ীরা সঠিক সময় টিডিএস দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান টিডিএস দিতে দেরি করেন এতে বড় জরিমানার সম্ভাবনাও থাকে তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেছেন।

