নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১,ডিসেম্বর :: আজ ফের একবার উত্তপ্ত পরিস্থিতি সিইও দফতরের সামনে। বিজেপি বিধায়করা ডেপুটেশন জমা দিতে সিইও দপ্তরে আসলেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অবস্থান বিক্ষোভরত বিএলও সুরক্ষা কমিটির সদস্যরা।
গো ব্যাক স্লোগান দিতে থাকেন তারা। তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে এগিয়ে আসার চেষ্টা করেন। এতজন বি এল মারা গেছে বিজেপির পক্ষ থেকে কোন বার্তা দেওয়া হয়নি সে ক্ষেত্রে এখন কেন তারা এসেছেন এই প্রশ্ন তুলেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বি এল ওদের একাংশ যা ঘিরেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

