সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: সোমবার ১,ডিসেম্বর :: আবারও ভারতের জলসীমানা লংঘন করার অভিযোগে বাংলাদেশী একটি ট্রলার সহ ১৫ জন মৎস্যজীবীকে আটক করে ভারতের নৌ বাহিনী। SIR আবহাওয়া লাগাতার ভারতের জলসীমানা লঙ্ঘন করছে বাংলাদেশি মৎস্যজীবী ট্রলার। ভারতের জল সীমানা লংঘন করে ভারতের মধ্যে প্রবেশ করার চেষ্টা বাংলাদেশের ট্রলারের।
সীমান্ত তীরবর্তী এলাকায় ভারতীয় সেনার যেমন নজরদারি বাড়ানো হয়েছে তেমনি জল সীমানায় অনুপ্রবেশ রুখতে নজরদারি বাড়ানো হয়েছে। সোমবার ভোরে বঙ্গোপসাগরের টহল দেওয়ার সময় ভারতীয় নৌবাহিনীর চোখে পড়ে একটি সন্দেহভাজন ট্রলার।
এরপর ওই সন্দেহভাজন ট্রলারটিকে ধাওয়া করে ভারতীয় নৌবাহিনীর স্পিড বোট। অবশেষে ওই সন্দেহভাজন ট্রলার টিকে আটক করে ভারতীয় নৌবাহিনী। এরপর ট্রলারে থাকা মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই ট্রলারটি বাংলাদেশের। তৎক্ষণাৎ ট্রলার সহ ১৫ জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।
এরপর ট্রলারটিকে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জ বন্দরে এরপর ট্রলারসহ মৎস্যজীবীদের কে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। ভারতের অনুপ্রবেশ করার অভিযোগে ১৫ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ।

