নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: মঙ্গলবার ২,ডিসেম্বর :: এক সপ্তাহ আগে দুবরাজপুর ব্লকের লোবা, পদুমা, যশপুর ও হেতমপুর পঞ্চায়েতে এসআইআর নিয়ে ওয়ার রুম পরিদর্শনে আসেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল।
এক সপ্তাহ পেরোতে না পেরোতেই আবারও ঐ পঞ্চায়েত এলাকাগুলিতে এসআইআর নিয়ে পরিদর্শন করতে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
কিন্তু হেতমপুর গ্রাম পঞ্চায়েতে ওয়ার রুম পরিদর্শনে কাজল শেখ এলে সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখা যায়। কারণ হেতমপুর গ্রাম পঞ্চায়েতের পাশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর নিয়ে একটি ওয়ার রুম খোলা হয়েছে।
সেখান থেকে ঠিক ১০০ মিটার দূরেই হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খোলা হয়েছে এসআইআর সহায়তা শিবির ।
কিন্তু সেখানে থাকা দায়িত্বপ্রাপ্ত নেতা ও কর্মীদের কাজল শেখের আসার কোনো খবরই জানানো হইনি বলে অভিযোগ করেন হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেখ সবুর আলী ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মহম্মদ জসিম উদ্দিন।
তারা বলেন, কিছু মুষ্টিমেয় কর্মী তৃণমূল দলটাকে নিজেদের সম্পত্তি মনে করেছে। তাই আমাদেরকে বলার প্রয়োজন মনে করেনি। তবে তারা কাজটা ঠিক করছে না। আমরা তৃণমূলকে ভালবাসি তাই দলটা করি।
যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন,’ এখানে কোন গোষ্ঠীদ্বন্দ নেই।

