নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উড়িষ্যা :: মঙ্গলবার ২,ডিসেম্বর :: উড়িষ্যায় আবারও বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভগলদিঘী গ্রামের পাঁচজন পরিযায়ী শ্রমিককে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড—সহ সমস্ত বৈধ পরিচয়পত্র দেখালেও তাঁদের ছাড়া হয়নি বলে অভিযোগ।
বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা পরিমার্জন (SIR) প্রক্রিয়া চলছে। অনেকের ২০০২ সালের ভোটার তালিকাতেও নাম রয়েছে, কারো আবার বাপ-দাদার নামও সরকারি নথিতে পরিষ্কার।
তবুও উড়িষ্যার বিজেপি সরকারের পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে থানায় ডেকে আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আটক পাঁচ শ্রমিক—আব্দুল আলিম শেখ, আতাউর রহমান, সেলিম সেখ, মনিরুল ইসলাম ও নুর আলম—প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে উড়িষ্যার আগরপাড়ার পারকুন্দা এলাকায় ভাঙা-চোরা কেনাবেচার কাজ করেন।
শনিবার বিকেল তিনটা নাগাদ আগরপাড়া থানার পুলিশ তাঁদের ডেকে নিয়ে যায় এবং পরে ভদ্রকের নিউ বাস স্ট্যান্ডের একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। পরিযায়ী শ্রমিকদের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও এমন আচরণে প্রশ্ন উঠছে প্রশাসনিক ভূমিকা নিয়ে।

