নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: মঙ্গলবার ২,ডিসেম্বর :: ভাটপাড়া ৬ নং গলিতে বাড়ির কাছেই বোমা বিস্ফোরণ, বাড়ির কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার, আতংকিত বিজেপির নেতা প্রিয়াংগু পান্ডে এবং তার পরিবার।
আজ নিজের এবং পরিবারের নিরাপত্তা এবং নিরপেক্ষ তদন্ত চেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার, NIA এবং স্বরাস্ট্র দপ্তর ও রাজ্যপালের কাছে চিঠি লিখলেন বিজেপি নেতা প্রিংয়াগু পান্ডে। এর আগে তার গাড়িতেই বোমা মেরে এবং গুলি চালিয়ে প্রিয়াংগু কে খুনের চেস্টা করেছিলো দুস্কৃতিরা।আবার ও ফের খুনের চক্রান্ত চালাচ্ছে অভিযুক্তরা।
তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান প্রিয়াংগু পান্ডে উপর এর আগে গুলি-বোমা চালিয়ে খুন করার চেষ্টা করেছিলো বিধায়ক সোমনাথ শ্যাম এবং তার দলবল। সেই ঘটনায় NIA এর তদন্ত শেষের পথে।যাতে NIA এর এই তদন্ত নষ্ঠ করে দেওয়া যায়, তার জন্য ভাটপাড়া ৬ নং গলিতে বাড়ির কাছেই বোমা বিস্ফোরণ, বাড়ির কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার।
আতংকিত বিজেপির নেতা প্রিয়াংগু পান্ডে এবং তার পরিবার। নিজের এবং পরিবারের নিরাপত্তা এবং নিরপেক্ষ তদন্ত চেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার, NIA এবং সরাস্ট্র দপ্তর ও রাজ্যপালের কাছে চিঠি লিখলেন বিজেপি নেতা প্রিংয়াগু পান্ডে।
এর আগে তার গাড়িতেই বোমা মেরে এবং গুলি চালিয়ে প্রিয়াংগু কে খুনের চেস্টা করেছিলো দুস্কৃতিরা।আবার ও ফের খুনের চক্রান্ত চালাচ্ছে অভিযুক্তরা। তবে অর্জুন সিং জানান প্রিয়াংগু পান্ডের উপর এর আগে ও গুলি-বোমা চালিয়েছিলো জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং তার দলবল।
তাদের ২০ জন কে NIA গ্রেফতার করেছে। NIA এর সেই তদন্ত এখন শেষের পথে। তাই NIA এর এই তদন্ত যাতে বানচাল করা যায় তার জন্য আবার ও প্রিয়াংগুকে খুন করার চেষ্টা চালাচ্ছে সোমনাথ শ্যামের লোকজন। স্বরাস্ট্র দপ্তর কে জানানো হয়েছে প্রিয়াংগু পান্ডের নিরাপত্তার জন্য।

