সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর: :: মঙ্গলবার ২,ডিসেম্বর :: -শীতের আগমন মানেই আনন্দ, উৎসব আর বিনোদনের মরসুম। সেই আনন্দ আরও বাড়িয়ে দিতে বারুইপুর রাসমাঠে শুরু হয়েছে এক মাসব্যাপী রাজধানী সার্কাস।
প্রতি বছরের মতো এ বছরও রাস উৎসবকে কেন্দ্র করে রায় চৌধুরী জমিদার পরিবারের তিন শতাব্দী প্রাচীন রাসযাত্রা উপলক্ষে এই সার্কাসের আয়োজন করা হয়েছে।
বর্তমানে পশু-পাখি ছাড়া সার্কাস হলেও দর্শকের উচ্ছ্বাসে কোনও কমতি নেই। সার্কাস মানেই রোমাঞ্চ, হাসি এবং দক্ষতার অসাধারণ প্রদর্শনী। প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা দুঃসাহসিক কলাকৌশল, রশি দিয়ে হাঁটা, ব্যায়াম, মূকাভিনয় ও ভাঁড়ের হাস্যরসাত্মক পরিবেশনা করে দর্শকদের মুগ্ধ করে তুলছেন।
এই সার্কাসের এক কলাকৌশলী অনিমেষ খাটুয়া তিনি বলেন, আমাদের সার্কাস ছাড়া জীবিকা অর্জনের আর কোন উপায় নেই। এই সার্কাস এর মাধ্যমেই আমাদের পরিবার চলে।
উচ্চতার কারণে কোনোরকম কাজ করতে পারি না। এই সার্কাসের মধ্যে দিয়ে জীবিকা অর্জন করি। অনেক সার্কাস বন্ধ হয়ে গেলেও এখনো বেঁচে রয়েছে এই রাজধানী সার্কাস।
এই সার্কাসের সঙ্গে যুক্ত রাশিয়ান শিল্পী দম্পতি জানান, ৩২ বছর ধরে সার্কাসের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। এই প্রথম ভারতবর্ষে এলাম এবং এই প্রথম কলকাতায় এলাম। এসে আমাদের খুবই ভালো লাগছে আমরা খুবই আনন্দিত। আমরা যে সকল মনোরঞ্জন কর খেলা প্রদর্শন করছে সেই খেলা দর্শকদের খুবই ভালো লাগছে।
সার্কাসের ম্যানেজার সঞ্জিত বাবু জানান, “এই বছর দর্শকদের জন্য রয়েছে একাধিক নতুন খেলা ও আকর্ষণ। যা সকলের মন কাড়বে ।

