গুন্ডারাজ খতম করতে বিজেপি লড়াই করছে – দুর্গাপুরে বিক্ষোভ মিছিল বিজেপির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ২,ডিসেম্বর :: গুন্ডারাজ খতম করতে বিজেপি লড়াই করছে, দুর্গাপুরে একতা মিছিল থেকে বললেন উত্তরপ্রদেশের রাজ্যসভার বিজেপির সাংসদ সুরিন্দর সিং নাগর।দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে কয়েকশো মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ পাশাপাশি বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পারিজাত গঙ্গোপাধ্যায়, সুমন্ত মন্ডল অভিজিত দত্ত প্রমুখ।

বিজেপির সাংসদ সুরিন্দর সিং নাগর বলেন,”সর্দার বল্লভ ভাই প্যাটেলকে স্মরণ করে এই একতা যাত্রা। বিজেপি মানুষের পাশে রয়েছে এই বার্তা দেওয়া হচ্ছে। গুন্ডারাজ খতম করতে বিজেপি লড়াই করছে। মানুষকে আত্মনির্ভর করার পথ দেখানো হচ্ছে। আগামী দিনে নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাও এগোবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =