৩০০ জন বাংলাদেশি হাকিমপুর চেকপোস্ট এ অপেক্ষা করছে সীমান্ত পার হওয়ার জন্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাকিমপুর   :: মঙ্গলবার ২,ডিসেম্বর :: বারোটা রাজ্যে এস আই আর লাগু হয়েছে পাশাপাশি পশ্চিমবাংলাও এসআইআর চলছে ।
ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকে বহু বাংলাদেশী, যারা পরিযায়ী শ্রমিকের কাজ করতো অথবা  পরিচারিকার কাজ করত একসময় দেশে বেআইনিভাবে ঢুকে বসবাস করত এবার তাদের  বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে।
সেই ছবি দেখা গেল স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাতের অন্ধকারে শয়ে শয়ে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশীরা পুরুষ মহিলা শিশু নিয়ে মাথায় আসবার পত্র লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে সেই ছবি দেখা গেল
হাকিমপুর চেকপোস্টে প্রায় তিন শতাধিক বাংলাদেশী সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষ্মীর জএয়ানরা তাদেরকে আটকিয়েছে বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছে এই ছবি দেখে রীতিমতো বিস্মিত স্বরূপনগরের মানুষ
রাজ্য এবং ভিন রাজ্যের বহু বাংলাদেশী বেআইনিভাবে বসবাস পাশাপাশি শ্রমিক পরিচারিকা মুঠে ওয়ালা বিভিন্ন দিনমজুর কাজের সঙ্গে যুক্ত ছিল এইসব বাংলাদেশী নাগরিকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 14 =