স্ত্রী–বন্ধুর প্রেমকে সম্মান জানিয়ে স্বামীর ব্যতিক্রমী সিদ্ধান্ত, সিউড়িতে আলোড়ন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: মঙ্গলবার ২,ডিসেম্বর :: বীরভূমের সিউড়িতে ঘটল এক বিরল ঘটনা। দীর্ঘদিনের দাম্পত্যে ফাটল দেখা দেওয়ার পর স্বামী নিজেই প্রাক্তন স্ত্রীকে তাঁর ঘনিষ্ঠ বন্ধুর হাতে তুলে দিয়ে নতুন সম্পর্কের পথ খুলে দিলেন।

পরে সেই প্রাক্তন স্বামী–স্ত্রী সিউড়ি আদালতে এসে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। আদালতে হাজির ছিলেন স্ত্রী’র বর্তমান স্বামীও।প্রায় নয় বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। দাম্পত্যে প্রথমে সব ঠিক থাকলেও ক্রমে বিবাদের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়িতে। সেই সময়ই স্বামীর এক বন্ধুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। বিষয়টি জানতে পেরে স্বামী কোনও বাধা না দিয়ে উলটে মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পন্ন করান।

প্রাক্তন স্বামী জানান, “দু’জনেই যখন একে অপরকে চাইছে, বাধা দেওয়াটা ঠিক হত না। তাই আমি নিজেই ওদের বিয়ে দিয়েছি।” স্ত্রী বলেন, “এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই।”

সাত বছরের সন্তানের দায়িত্বও নিজের কাঁধে নিয়েছেন প্রাক্তন স্বামী। ঘটনাটি জানাজানি হতেই সিউড়ি ও সাঁইথিয়া জুড়ে তীব্র আলোচনা। কেউ এই ঘটনাকে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে প্রশংসা করছেন, আবার কেউ সমাজে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + four =