নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ২,ডিসেম্বর :: দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে কাজ চলাকালীন পাইপলাইন ফেটে গ্যাস ছিটকে লাগায় তিন শ্রমিক গুরুতরভাবে ঝলসে যান।
আহতরা হলেন বারিদ বরণ ঘোষ, শেখ রাজ্জাক আলি ও শেখ ইমরান আলি। তাদের দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে শ্রমিক সংগঠনের নেতারা হাসপাতালে পৌঁছান। তৃণমূল ঠিকা শ্রমিক কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস জানান, বারবার এ ধরনের দুর্ঘটনা উদ্বেগজনক এবং নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।

