নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নসীবপুর :: বুধবার ৩,ডিসেম্বর :: গোপন সূত্রে খবর পেয়ে হুগলীর সিঙ্গুর থানার পুলিশ বৈদ্যবাটি–তারকেশ্বর রোডের নসীবপুর এলাকা থেকে একটি মারুতি ওমনি গাড়ি আটক করে । চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।
ধৃতরা—রাজকুমার মাহাতো, বিশাল কুমার, গুলশান কুমার ও রাকেশ কুমার—সকলেই বিহারের বাসিন্দা। অভিযানে দুটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ এবং একটি ছুরি উদ্ধার হয়েছে। আরো দুই দুষ্কৃতী অন্ধকারের সুযোগে গাড়ি থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
জেরায় ধৃতরা স্বীকার করেছে যে ডাকাতির উদ্দেশ্যে বিহার থেকে এই রাজ্যে এসেছিল তারা। আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।

