নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৩,ডিসেম্বর :: আজ বুধবার আন্তর্জাতিক বিশ্ব প্রতিবন্ধী দিবস তার আগে বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের দাবি নিয়ে নারী ও শিশু কল্যাণ ও সমাজকল্যাণ বিভাগের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের নিয়ে বিকাশ ভবনে আসেন বিধায়ক নওসাদ সিদ্দিকী ।
তবে এই দপ্তরের মন্ত্রী শশী পাঁজা তিনি দপ্তরে উপস্থিত না থাকায় দপ্তরের আধিকারিকদের হাতে ডেপোটেশন দেন নওশাদ।
তিনি জানান সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে আসন্ন বিধানসভার অধিবেশনে এই বিষয়টি তিনি তুলবেন এবং বিধানসভার অধিবেশনেই মন্ত্রীর কাছে আবারো ডেপুটেশন দেবেন। পাশাপাশি বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা আদালতের রাস্তাতেও যেতে পারেন সেই বিষয়ও তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

