নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ৩,ডিসেম্বর :: কাঁকসার বাঁন্দরা এলাকায় সনাতনী ঐক্য মঞ্চের ডাকে বুধবার চা চক্র ও পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
সভামঞ্চ থেকে তিনি তৃণমূল সরকার, দলবদল রাজনীতি ও মুসলিম সমাজের উন্নয়ন প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন। উন্নয়ন নিয়ে বলেন, “স্কুল-কলেজ, হাসপাতাল চালাতে না পারলে মানুষের হাতে টাকা বিলি করে উন্নয়ন হয় না—উপার্জনের সুযোগ তৈরি করাই আসল উন্নয়ন।”
দলবদলের অভিযোগ তুলে হুমায়ুন কবিরকে কটাক্ষ করে বলেন, “নিজের ভবিষ্যৎ নিরাপদ রাখতে বারবার ঘর বদল করছেন। দম থাকলে নিজের দল করে লড়ুন।”
মুসলিম সমাজের উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ—মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেন। হুমায়ুন কবিরের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েও তির্যক মন্তব্য করেন তিনি।

