সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ৩,ডিসেম্বর :: রাস্তা দখলমুক্ত করতে ট্রাফিক পুলিশের অভিযান। এদিন বিধান রোডে রাস্তা দখলমুক্ত করতে অভিযানে নামে ট্রাফিক পুলিশ।
প্রসঙ্গত বেশ কিছু দোকানদার তাদের ব্যবসায়িক জিনিসপত্র রাস্তা দখল করে রেখে দেয়, পাশাপাশি আরও দেখা যায় যানবাহন রাস্তার যেখানে সেখানে রাখা।
পথ চলতি মানুষদের অসুবিধার সম্মুখীন হতে হয় পাশাপাশি যান জটএর সমস্যাও হয়। রাস্তা দখল মুক্ত করতে ট্রাফিক পুলিশের তরফ থেকে অভিযান চালানো হয়।

