নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ৪,ডিসেম্বর :: এক বাউল শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজয় পল্লী এলাকায়। মৃতের নাম সুবল সরকার।
বয়স ৫০ বছর। তিনি একজন বাউল শিল্পী ছিলেন।এবং তার স্ত্রী যশোদা সরকারের স্বামী বলে পরিচিত এলাকায়। বাউল গান লেখা ও সুর দেওয়ার জন্য এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন তিনি।
পরিবারের সদস্যরা তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে।কাঁকসার মলানদীঘি পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।কি কারণে মৃত্যু তার সঠিক কারণ জানা যায় নি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে ওই বাউল শিল্পীর মৃত্যুর কারণ নিয়ে ঘনিয়েছে রহস্য।

