নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর :: বৃহস্পতিবার ৪,ডিসেম্বর :: বীরভূম জেলার রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া হাটতলা সুপার মার্কেটে তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজিত বাংলার ভোট রক্ষা শিবিরে এসে পৌঁছান অনুব্রত মণ্ডল।
সঙ্গে ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী.. ডক্টর পলয় নায়েক নারায়ণ চন্দ্র হালদার সুকুমার সাধু.. রানা প্রতাপ রায় কৌশিক মন্ডল মলয় রায় সুদীপ ব্যানার্জি সহ তৃণমূলের নেতা ও কর্মীরা। উক্ত শিবিরে তৃণমূল কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
অনুব্রত মণ্ডল এই শিবিরে এসেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উৎসাহিত করতে এবং এস আই আর নিয়ে দলের নেতা কর্মী ও সমর্থকরা যাতে সাধারণ মানুষকে এই সংক্রান্ত বিষয়ে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই বার্তা দিতে।
তিনি তার বক্তব্যে সাংবাদিকদের জানান কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন এস আই আর নিয়ে যতই মমতা ব্যানার্জিকে চাপ দেন না কেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পুনরায় মমতা ব্যানার্জি নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলবে। ২০২৬ এর বিধানসভায় মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার গঠন হবে।

