নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বৃহস্পতিবার ৪,ডিসেম্বর :: বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক চোরাচালানকারীর । বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে ভারত-বাংলাদেশে সীমান্তের মাথাভাঙা ১ ব্লকের বৈরাগীরহাট পঞ্চায়েতের চেনাকাটা সীমা চৌকিতে। মৃতের পরিচয় জানা যায় নি।
বি এসএফ রাতে মৃতদেহ উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসে। বিএসএফের দাবি, মৃত ব্যক্তি সীমান্তে কাটাতার টপকে পাচারের চেষ্টা করলে সীমান্তরক্ষীরা বাধা দেয়। সেই সময় ওই দুষ্কৃতী তাদের উপর চড়াও হলে বিএসএফ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায় জানান, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

