২০২৬-এ টলিউডে দেব বনাম জিৎ, বড় বাজেটের ছবিতে জম জমাট টক্কর।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: বৃহস্পতিবার ৪,ডিসেম্বর :: ২০২৬ সালে টলিউডে দেব ও জিতের ছবি নিয়ে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা। পুজো-সহ উৎসবের মরসুমে তিনটির বেশি বাংলা ছবি মুক্তি না পাওয়ার সিদ্ধান্তের মধ্যেই শোনা যাচ্ছে—জিতের ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ১৫ অগাস্টের আশপাশে আসতে পারে।দেবের খাদান ২ যদিও নিশ্চিত, তার মুক্তির তারিখ এখনও চূড়ান্ত নয়। আবার বড়দিনে অতনু রায়চৌধুরীর ছবিতে দেব থাকবেন কি না, তা নিয়েও স্পষ্ট ঘোষণা হয়নি।

তবে যা নিশ্চিত, তা হল আগামী বছর দেব ও জিতের বড় বাজেটের ছবি টলিউডে মুখোমুখি লড়াইয়ের মঞ্চ তৈরি করবে। বিধানসভা নির্বাচনের কারণে মে-র পর থেকে বড় বিনিয়োগের ছবি মুক্তি পাবে।

আর সেই সময়েই দুই সুপারস্টারের ছবি বক্স অফিসে জোরদার টক্কর দেবে বলে আশা করা হচ্ছে। দর্শকরা অপেক্ষায়—কার ছবি শেষে বেশি জনপ্রিয়তা পায় এবং কে টলিউডে এগিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eight =