নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়দহ :: শুক্রবার ৫,ডিসেম্বর :: খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত দোপেড় এলাকায় রাতের অন্ধকারে প্রায় দু’ বিঘা জলাশয় মাটি ফেলে ভরাটের অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাটের কাজ চালিয়ে আসছে দুষ্কৃতীরা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দরানী বিশ্বাস ও পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন পুরকাইত। তারা তড়িঘড়ি মাটি ফেলার কাজে ব্যবহৃত জেসিবি ও গাড়ি আটক করে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেন।
পঞ্চায়েত প্রধান জানান, “জলাজমি ভরাট করে পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এরপর ঘটনাস্থলে পরিদর্শনে আসেন খাদ্য ও কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পাশাপাশি থানার পুলিশি ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। প্রকাশ্যে রহড়া থানার পুলিশকে তিরস্কার করতেও দেখা যায় তাঁকে।
পঞ্চায়েত সূত্রে জানা গেছে, খড়দহ অঞ্চলের বিভিন্ন এলাকায় অনিয়মিতভাবে জলাশয় ভরাটের ঘটনা বাড়ছে। এই ঘটনায় প্রশাসনের সক্রিয় ভূমিকা ও নজরদারি আরও বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা।

