নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়না :: শুক্রবার ৫,ডিসেম্বর :: ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় অবশেষে পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী’কে গ্রেফতার করলো এনআইএ ( কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা)। গ্রেফতার অভিযুক্ত তৃণমূল কর্মী বুদ্ধদেব মণ্ডল।
সূএ মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ( এনআইএ) বুদ্ধদেব মণ্ডলে’র ছেলেকে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার এক আত্মীয় বাড়ি থেকে অভিযুক্ত বুদ্ধদেব মণ্ডল’কে গ্রেফতার করে।
তৃণমূল কর্মী গ্রেফতারের পর ফাঁসির দাবি জানিয়েছেন মৃত বিজেপি’র বুথ সভাপতির স্ত্রী। এনআইএ তদন্তকারীরা কলকাতার উদ্দেশ্যে বুদ্ধদেব মণ্ডল’কে নিয়ে যায়।
মৃত বিজেপি’র বুধ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়া স্ত্রী লক্ষ্মী ভূঁইয়া বলেন ” গ্রেফতার হওয়ার খবর শুনেই খুব খুশি হয়েছি। অভিযুক্তরা যেন শাস্তি পায়, আদর ওদের কাছে অনুরোধ করব ওদের জন্য ফাঁসি হয়”।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা ময়না বিধানসভা অন্তর্গত বিজেপির ৩ মণ্ডলের সভাপতি উওম সিং বলেন ” এনআইএ বুদ্ধদেব মণ্ডল, কমল খুঁটিয়া ও স্বপন ভৌমিকের নামে নোটিশ লাগিয়ে দিয়েছিল।
এদের বিরুদ্ধে চার্জশিট জমা হয়ে গেছে। গত তিনদিন ধরে এনআইএ আধিকারিকরা খুঁজে বেড়াচ্ছিল। বিজেপির বুধ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় যুক্ত তারা কেউ ছাড় পাবে না। ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষভাবে যুক্ত, পরোক্ষভাবে যুক্ত তারা একের পর এক ধরা পড়বে “।

