নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৫,ডিসেম্বর :: পশ্চিম বর্ধমানে শিল্প বাঁচানোর দাবিতে ৭ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চার দফায় পদযাত্রায় নামছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু।
১০০ দিনের কাজ পুনরায় চালু, ২০০ দিনের কাজ বাস্তবায়ন, বন্ধ কারখানা খুলে দেওয়া ও বড় শিল্পগুলির সম্প্রসারণ—এই দাবিগুলিকে সামনে রেখেই কাঁকসা, জামুড়িয়া, বার্ণপুর ও সাঁকতরিয়া অঞ্চল থেকে পৃথক পদযাত্রা বের হবে।
নেতৃত্বে থাকবেন সিপিএম রাজ্য সম্পাদক মো. সেলিম, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও পার্থ মুখোপাধ্যায়।
সিটু নেতৃত্ব অভিযোগ করেন, শিল্পে সংকট বাড়াচ্ছে কেন্দ্র-রাজ্যের ‘যোগসাজশ’। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের কটাক্ষ— “জাঠা নয়, জ্যাঠামো করছে সিপিএম। ৩৪ বছরে শিল্পে বাধা দিয়েছিল ওরাই, এখন সরকার কর্মসংস্থান তৈরিতে কাজ করছে।”

