নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: শনিবার ৬,ডিসেম্বর :: SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত কাজের জন্য ব্লক অফিসে টানা কাজ করতে গিয়ে অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহাননগর গ্রাম পঞ্চায়েতের সচিব ব্রজেন্দ্রকুমার গড়াই।
এদিন হঠাৎ করেই শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর একই দিনে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়াও হয়। চিকিৎসকরা আগামী তিন দিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ব্রজেন্দ্রবাবু জানান, তার আগে থেকেই হৃদ্রোগ সংক্রান্ত সমস্যা রয়েছে। পাশাপাশি নিয়মিত পঞ্চায়েতের দায়িত্বের সঙ্গে SIR-এর অতিরিক্ত কাজের চাপও ছিল। এই অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে তার দাবি।
ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক দপ্তরে সরকারি কর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

