চন্দননগরে ৬৩তম রেইজিং ডে–তে সম্মান ও শৃঙ্খলার বার্তা, পুলিশ কমিশনারেটের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: শনিবার ৬,ডিসেম্বর :: চন্দননগর পুলিশ কমিশনারেটের ৬৩তম রেইজিং ডে পালিত হলো গাম্ভীর্য ও মর্যাদার আবহে।

হুগলি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই পুলিশ কমিশনারেট প্রতিষ্ঠার দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনারেটের ঊর্ধ্বতন আধিকারিকরা, পুলিশকর্মীরা এবং আমন্ত্রিত অতিথিরা।দিনটি শুরু হয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মাধ্যমে। পুলিশ বাহিনীর বিভিন্ন বিভাগের দক্ষতা, শৃঙ্খলা এবং দলগত শক্তি প্রদর্শন করা হয় বিশেষ অনুষ্ঠানে। দীর্ঘদিনের সেবা, সততা ও গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য একাধিক পুলিশকর্মীকে এদিন সম্মাননা প্রদান করা হয়।

অধিকারিকদের বক্তব্যে উঠে আসে সমাজের প্রতি পুলিশের দায়বদ্ধতা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার। রেইজিং ডে উপলক্ষে শহরজুড়ে সচেতনতা কর্মসূচি ও সমাজসেবামূলক কার্যক্রমেরও আয়োজন করা হয়েছে।

চন্দননগর পুলিশ কমিশনারেটের এই দিনটি শুধু প্রতিষ্ঠার স্মরণ নয়— পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা, সহযোগিতা ও নিরাপত্তার বন্ধন আরও দৃঢ় করার প্রতীক হিসেবেও তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eleven =