সাড়ম্বরে শুরু হয়েছে পঞ্চম বর্ষ পূর্ব বর্ধমান জেলা বইমেলা।

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সাড়ম্বরে শুরু হয়েছে পঞ্চম বর্ষ পূর্ব বর্ধমান জেলা বইমেলা। রবিবার মেমারি ২ নম্বর ব্লকের সাতগাছিয়া স্পোটিং ক্লাব ময়দানে সূচনা হয়। আনুষ্ঠানিকভাবে প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, প্রাণী সম্পদ বিকাশ ও ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, কারা দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ অন্যান মন্ত্রী ও বিধায়কেরা ।

পঞ্চম বর্ষ পূর্ব বর্ধমান জেলা বইমেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা এলাকা পরিক্রমা করে মেলা প্রাঙ্গণে আসে। শোভাযাত্রায় লোক শিল্পীরা সহ স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার বিপুল বইয়ের সম্ভার সহ মেলার বিভিন্ন দিনে ‘স্বাধীনতা সংগ্রাম’, ‘ভারতের সংবিধান ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা, কবি সম্মেলন এবারের বইমেলার অন্যতম আকর্ষন। মেলা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =