নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলডাঙা :: শনিবার ৬,ডিসেম্বর :: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যাচ্ছেন সংখ্যালঘুরা। কোনও রাজনৈতিক পরিচয় ছাড়া ভোর থেকে একে একে হাজির হচ্ছেন তাঁরা। ভোর হতে দেখা গেল, অনেকেই ইট মাথায় করে নিয়ে হাজির হচ্ছেন।
তাঁরা চান, তাঁদের দেওয়া ইটেই গাঁথা হোক বেলডাঙার বাবরি মসজিদ। বাংলায় বিধানসভা নির্বাচন যে আসন্ন, শনিবারের চিত্রটাই সে কথা বলে দিচ্ছে। সব রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে এদিন। তবে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করছেন বিধায়ক হুমায়ুন কবীর।

