নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নানুর :: শনিবার ৬,ডিসেম্বর :: বীরভূমের নানুরে ফের রাজনৈতিক অশান্তি। বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে খুন হলেন বুথ সভাপতি রাসবিহারী সর্দার। নানুর বিধানসভার থুপসরা গ্রাম পঞ্চায়েতের পাতিসারা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের খবর, রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন রাসবিহারী সর্দার। অভিযোগ, সেই সময় কাজল শেখের অনুগামীদের উপর হামলা চালায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কেরিম খানের অনুগামীরা।
বাঁশ, রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসবিহারীর।
এই হামলায় আরও তিনজন গুরুতরভাবে জখম হন। তাঁদের রাতেই স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার খবর ছড়াতেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
হঠাৎ মৃত্যুকে কেন্দ্র করে স্তব্ধ পাতিসারা গ্রাম। শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে। গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। পরিস্থিতি এখনও উত্তপ্ত বলে জানা গেছে।

