বিধানসভা নির্বাচনের আগে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী চলছে জোর কদমে প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: রবিবার ৭,ডিসেম্বর :: নদিয়া শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক থাকলে ১২ ডিসেম্বর জেলা সফরে আসবেন তিনি। প্রশাসন সূত্রে জানা গেছে, ডিসেম্বরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে একটি সভা করবেন।

এই সভাকে ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনার জন্য কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে পরিদর্শনে আসেন পুলিশের এডিজি সাউথ বেঙ্গল, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মাঠ পরিদর্শনকালে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা মঞ্চস্থাপন, ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও নির্গমন পথসহ নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

এদিন এডিজি সাউথ বেঙ্গলের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।পরিদর্শন শেষে পুলিশ জানায়, মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সবদিকেই কড়া নজর রাখা হচ্ছে, যাতে অনুষ্ঠানে কোনোরকম নিরাপত্তাজনিত ত্রুটি না থাকে।

জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে শীঘ্রই প্রস্তুতিমূলক বৈঠকও করবে বলে জানা গেছে।আগামী ডিসেম্বরের জনসভাকে কেন্দ্র করে এখন থেকেই কৃষ্ণনগর শহরজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =