নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাতার :: রবিবার ৭,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে বর্ধমান–কাটোয়া রাজ্য সড়কের ওপর দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন থেকে ১২ জন। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় মানুষজন তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ভাতার ব্লক গ্ৰামীণ হাসপাতালে পাঠান। জানা গেছে, বর্ধমান থেকে কাটোয়া গামী একটি বাসের চালক দুর্ঘটনার পর স্টিয়ারিংয়ের মধ্যে আটকে পড়েন। বহু চেষ্টার পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ ও দমকল বাহিনী। পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার কাজে হাত লাগানোর পাশাপাশি বর্ধমান–কাটোয়া সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

