নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: রবিবার ৭,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার নাদন ঘাট থানা ও পূর্বস্থলী থানা পুলিশের যৌথ উদ্যোগে বড় সাফল্য। একটি গাড়িকে তাড়া করে ধরে প্রায় ৮৩ কেজি গাঁজা সমেত দুজনকে গ্রেফতার করল পূর্বস্থলী থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে নাদনঘাট থানা এলাকা থেকে নাদনঘাট থানার পুলিশ একটি ছোট চারচাকা গাড়িকে ধাওয়া করে, হুগলির দিকে যাওয়া গাড়িটি হঠাৎই উল্টো দিকে ঘুরিয়ে পূর্বস্থলী থানা এলাকার পারুলিয়া দিকে যেতে শুরু করে। এর পরে পূর্বস্থলী থানাকে ইনফর্ম করে নাদনঘাট থানার পুলিশ।
সেই মতন পারুলিয়ার কাছে ওই গাড়িটিকে আটকায় পূর্বস্থলী থানার পুলিশ,দুটি থানারই যৌথ উদ্যোগে একজন পুরুষ ও একজন মহিলা সমেত প্রায় ৮৩ কেজি তাঁদের থেকে গাজা উদ্ধার হয়। কালনার এসডিপি ও রাকেশ চৌধুরী এদিন শনিবার মৌখিক জানিয়েছেন,
মুর্শিদাবাদের দিক থেকে হুগলির দিকে যাচ্ছিল গাড়িটি, গোপন সূত্রে খবর পেয়ে দুটি থানার যৌথ উদ্যোগে এই সাফল্য মিলেছে। দুজনকেই ঘটনায় গ্রেফতার ও প্রায় ৮৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে চাননি তিনি।

