১৪ বছর পর পর্দায় ফিরছেন রণজয়, ফের জুটি বাঁধছেন অনিন্দিতা বসুর সঙ্গে।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: রবিবার ৭,ডিসেম্বর :: ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হওয়ার পর তিন মাস কেটে গেলেও ছোট পর্দায় আর দেখা মেলেনি রণজয় বিষ্ণুর। নিজেই জানিয়েছিলেন, ভাল স্ক্রিপ্ট ছাড়া তিনি ফিরে আসবেন না।

এদিকে তাঁর প্রত্যাবর্তন নিয়ে নানা জল্পনা দানা বাঁধে—কিছু মহলে তো শোনা যাচ্ছিল ‘চিরদিনই তুমি যে আমার’-এ জিতু কামালের জায়গায় আসছেন রণজয়। তবে অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, সেই সব খবর নিছক গুঞ্জন।

এই সব জল্পনার মাঝেই এল সুখবর—১৪ বছর আগে ‘ঘরে ফেরার গান’ ধারাবাহিকে যাঁর সঙ্গে রণজয়ের অনস্ক্রিন জুটি দর্শকদের মন কেড়েছিল, সেই অনিন্দিতা বসুর সঙ্গে ফের ফিরছেন তিনি।

দীর্ঘ বিরতির পর আবার একই ফ্রেমে দেখা যাবে তাঁদের। টেলিভিশনপ্রেমীদের মধ্যে এই জুটিকে নিয়ে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে।

পরিচালক সৌম্য রায়চৌধুরীর নতুন থ্রিলার ছবি ঘিরে তৈরি হয়েছে এই রণজয়–অনিন্দিতা জুটি। চিত্রনাট্যের খুঁটিনাটি এখনই গোপন রাখছেন টিমের সদস্যরা।

বহু বছর পর বড়পর্দায় ফিরে আসছেন অনিন্দিতা, আর রণজয়কেও বেশ কিছু দিন পরে সিনেমার পর্দায় দেখতে পাবেন দর্শক। তবে তাঁর ধারাবাহিকে ফেরা নিয়েও উৎসাহ কিন্তু কমেনি ভক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 20 =