নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ৮, ডিসেম্বর :: দুর্গাপুরের এমএএমসি কালী মন্দিরে ফের তালা ভাঙচুর, চুরির চেষ্টা ব্যর্থ | দুর্গাপুরের এমএএমসি এলাকার কালী মন্দিরে ফের চুরির চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়াল।
মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, চলতি মাসের ২ তারিখে একবার দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স খোলার চেষ্টা করেছিল। তবে সেবারও কিছু হাতাতে পারেনি তারা। আবারও একই কায়দায় মন্দিরের পাঁচটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। তবুও কিছু নিয়ে যেতে ব্যর্থ হয়।
পরপর দু’বার এমন ঘটনার জেরে আতঙ্কে মন্দির কর্তৃপক্ষ ও এলাকাবাসী। মন্দিরের পুরোহিত জগন্নাথ পাঠক জানান, “পুলিশকে জানানো সত্ত্বেও তৎপরতা দেখা যাচ্ছে না। ফলে দুষ্কৃতীরা বারবার সুযোগ পাচ্ছে।
যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক। এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারাও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

