নারী নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়ির রাজপথে অঙ্গীকার যাত্রা।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৯,ডিসেম্বর :: নারী সুরক্ষার দাবি তুলে ও নারী নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়ির রাজপথে অঙ্গীকার যাত্রা। কোচবিহার থেকে কলকাতা ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে অঙ্গীকার যাত্রা।

এদিন জংশন থেকে শুরু হয় অঙ্গীকার যাত্রা। এয়ার ভিউ মোড় , ভেনাস মোড়, হসপিটাল মোড় কোট মোড় হয়ে অঙ্গীকার যাত্রা শেষ হয় বাঘাযতীন পার্কে । অঙ্গীকার যাত্রায় পা মেলান অভয়ার বাবা-মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =