এসআইআর নিয়ে ভুয়ো নথি দিলে সাত বছরের জেল : আইন বিশেষজ্ঞদের সতর্কবার্তা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ডেস্ক :: মঙ্গলবার ৯,ডিসেম্বর :: দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে ভুয়ো বা জাল নথি দাখিলের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন বিশেষজ্ঞরা।

তাঁদের মতে, যে কোনো সরকারি কর্মকর্তা এর কাছে মিথ্যা বা জাল কাগজপত্র জমা দিলে ফৌজদারি আইনে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ফৌজদারি দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় বলা হয়েছে, প্রতারণার উদ্দেশ্যে জাল নথি তৈরি বা ব্যবহার করলে অভিযুক্তকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা দেওয়া যেতে পারে। এসব নথি সরকারি কাজে ব্যবহারের উদ্দেশ্যে জমা দেওয়া হলে অপরাধের মাত্রা আরও গুরুতর হিসেবে বিবেচিত হয়।

আইন বিশেষজ্ঞরা জানান, কোনো সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ ধরনের নথি জমা দিলে তা শুধু ব্যক্তিগত প্রতারণাই নয়, রাষ্ট্রীয় কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগেও অভিযুক্ত করা হতে পারে। ফলে একাধিক ধারায় মামলা দেওয়ার সুযোগ থাকে।

একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, “সাধারণ মানুষ অনেক সময় ভেবে নেয় ভুয়ো কাগজ দিলে হয়তো সহজেই পার পাওয়া যাবে। কিন্তু বাস্তবে পুলিশের কাছে জাল নথি দাখিল করলে মামলাটি অত্যন্ত সংবেদনশীল হয়ে যায়। কারণ এখানে সরকারি দায়িত্বপালনকে প্রতারণার মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা থাকে।”

অন্যদিকে আইনজীবীরা পরামর্শ দেন, সরকারি দাপ্তরিক কাজে কোনো নথি জমা দেওয়ার আগে তা যাচাই-বাছাই করে নেওয়া জরুরি। ভুলবশত জাল নথি জমা পড়লেও অভিযুক্ত ব্যক্তিকে আদালতে তা প্রমাণ করতে হয়, যা প্রক্রিয়াগতভাবে জটিল।

বিশেষজ্ঞদের মতে, জালিয়াতি রোধে জনসচেতনতা বৃদ্ধি, ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং নথি ব্যবস্থাপনাকে আরও আধুনিক করার উদ্যোগ অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =