রেখার সন্দেশখালি তে কৃষি সমবায় নির্বাচনে বিজেপির ভরাডুবি তৃণমূল নয় শূন্য আসনের জিতল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: বুধবার ১০,ডিসেম্বর :: রেখার মাটিতে বিজেপির ভরাডুবি খুলনা হাটগাছা কৃষি সমবায় সমিতি নির্বাচন জিতল তৃণমূল | উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি দু’নম্বর ব্লকের খুলনা কৃষি সমবায় সমিতির নির্বাচনে নটি আসনেই তৃণমূলের জয়জয়কার ।

নটি আসনেই তৃণমূল কংগ্রেস জেতে আজকের জয়ের মধ্য দিয়ে ২০২৬ এ নির্বাচনে সন্দেশখালি বিধানসভা নির্বাচনে যে বিজেপির পায়ের তলাতে মাটি কি সরে যাচ্ছে সেটাও একবার প্রমাণ করলো, তৃণমূল কংগ্রেস

যেখানে রেখার সন্দেশখালি বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত সেখানেই আবার তৃণমূল কংগ্রেস সমবায় নির্বাচনে ফুল ফোটালো ।

ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মল্লিক যুব সভাপতির গৌর রায় দীপঙ্কর মৃধা শফিকুল ইসলাম গাজী তৃণমূল বিজয়ী প্রার্থীদের গলায় মালা পরিয়ে সবুজ আবির খেলে মিষ্টি মুখের মধ্য দিয়ে সন্দেশখালি মাটিতে বিজয় দিবস মানালেন।

বাপি সরদার অঞ্জনা রায় মন্ডল সংকর দাস পঞ্চানন বিশ্বাস সহ মোট ৯ জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হন। দিলীপ মল্লিক বলেন ২০২৪ এর লোকসভা নির্বাচনে যেভাবে বিজেপি কুৎসা অপপ্রচার করেছে সন্দেশখালীর মাটিতে আজ বুঝতে পেরেছে সন্দেশখালীর মা বোনেরা।

তাই তারা এবার ২০২৬ এ নির্বাচনে শুধু জেতার সময়ের অপেক্ষা বিজেপির আজকে এই পরাজয় নিঃসন্দেহে সন্দেশখালিতে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মনে করছে রাজনৈতিক মহল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − seven =