নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১০,ডিসেম্বর :: ১০ই ডিসেম্বর বুধবার সারা ভারত ফরোয়ার্ড ব্লকের কলকাতা চলো কর্মসূচি।এই কর্মসূচিকে সফল করতে মঙ্গলবার সন্ধ্যায় দার্জিলিং মেলে হলদিবাড়ি থেকে রওনা হলেন ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকরা।
এদিন হলদিবাড়ি সহ জলপাইগুড়ি সদর ব্লকের প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। জানা গিয়েছে বুধবার কলকাতা রানী রাসমণি রোডে জমায়েত এবং বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হবে। মূলত চারটি দাবিতে তাদের এই কর্মসূচি।

