নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধনিয়াখালি :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: বিজেপিতে প্রাক্তন পুলিশ কর্মী বঙ্কিম বিশ্বাস শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহার হাত ধরে যোগদান করার পর হুগলির ধনিয়াখালি বিধানসভার বিভিন্ন এলাকায় বিতর্কিত পোস্টার পড়ে।
পোস্টারে দাবি করা হয়েছে, টাকার বিনিময়ে এই যোগদান মানা হবে না এবং বিজেপির আসন ‘বিক্রি’ করে ২০২৬-এর আগে তৃণমূলকে সুবিধা দিতেই এই উদ্যোগ।
ধনিয়াখালির একাধিক এলাকায় পোস্টার লাগানো হয়েছে বলে জানা যায়। এ প্রসঙ্গে হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি বলেন, বঙ্কিম বিশ্বাসের যোগদানের অনুষ্ঠান তারা দেখেছেন, তবে সাংগঠনিকভাবে আগাম কোনো তথ্য জানানো হয়নি।
২০২৬-এর নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচনের আগে সামান্য ভাঙন দেখা দিতে পারে। এমনভাবে যোগদান কর্মসূচি হলে কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে বলেও মন্তব্য করেন তিনি।

