নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: ডায়মন্ড হারবারে পুলিশ জেলায় সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হলো টাকা। এদিন মোট ১৭ জন কে টাকা ফিরিয়ে দেওয়া হয়। মোট ৩২ লক্ষ ৫ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়।
বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা শিকার হয়েছিলেন ১৭ জন ব্যক্তি। কাউকে লোন পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়, কেউ আবার ডিজিটাল অ্যারিস্টের শিকার। ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকার মোট ১৭ জন মানুষের ৩২ লক্ষ পাঁচ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয় তাদের হাতে।
সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার বিশপ সরকার বলেন, ডায়মন্ড হারবার জেলা পুলিশে প্রথমবার সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হল টাকা।
সাইবার প্রতারণায় শিকার হওয়া মানুষদেরকে টাকা ফিরিয়ে দিতে জেলা পুলিশ বেশ কিছু নতুন অ্যাপ ব্যবহার করছে। এই অ্যাপ গুলির ব্যবহারের ফলেই গত তিন থেকে চার মাসে জেলা পুলিশের এই সাফল্য এসেছে।

