নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার গলসি ব্লকের পুরসা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে কাটআউটের দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা।এই দাবিতে এলাকায় যান জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা এবং পরিস্থিতি পরিদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ, বর্ধমান থেকে দুর্গাপুরমুখী রাস্তায় পুরসা গ্রামে ঢোকার মুখে কোনও কাটআউট না থাকায় গ্রামে প্রবেশ করতে প্রায় ৩ কিলোমিটার আগে সাইড লেন ধরে চলাচল করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। একইভাবে বর্ধমানমুখী বেরোনোর ক্ষেত্রেও দীর্ঘ সাইড লেন ব্যবহার করতে হচ্ছে যানবাহনগুলিকে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।
স্থানীয় বাসিন্দারা জানান, পুরসা গ্রামের দুই পাশে রয়েছে একাধিক রাইস মিল, তিনটি বড় কারখানা। গ্রামের ভিতরে রয়েছে তিনটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, ব্যাঙ্ক, মাদ্রাসা, পঞ্চায়েত কার্যালয় ও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ফলে প্রতিদিন এই এলাকায় বিপুল সংখ্যক মানুষ ও যানবাহনের যাতায়াত থাকে।
কাটআউট না থাকায় সাইড লেনগুলিতে অতিরিক্ত চাপ তৈরী হচ্ছে, যা যেকোনও সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

