মুখ্যমন্ত্রীর নদিয়া সফর ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: বৃহস্পতিবার নদিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী। রয়েছে সরকারি অনুষ্ঠান সহ দলীয় সভা। মুখ্যমন্ত্রীর নদিয়া সফর ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। বৃহস্পতিবার বেলা ১২টা ২০ নাগাদ আকাশ পথে কৃষ্ণনগরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর জন্য কৃষ্ণনগর গাবতলা ময়দানে করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। হেলিপ্যাডের পাশেই খোলা মঞ্চ । পথশ্রী রাস্তাশ্রীর শিলান্যাস করবেন।নদিয়া থেকে মুখ্যমন্ত্রীর শিলন্যাসের সাথে সাথে সমস্ত জেলায় একই সাথে একই যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শিলান্যাসে উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার জেলাশাসক ও অন্যান  আধিকারিকরা।

এছাড়াও পতাকা নাড়িয়ে পথশ্রী এবং রাস্তাশ্রীর ট্যাবলোর উদ্বোধন করবেন গাবতলা ময়দান থেকে। তবে সমগ্র নদিয়া জেলায় ৮০৮ কিলোমিটার গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলের ১৬৭ কিলোমিটার রাস্তার শিলান্যাস করবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এর পরেই গাবতলা ময়দানের পাশেই কৃষ্ণনগর গভঃ কলেজ ময়দানে প্রকাশ্য দলীয় সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছে তার রাজনৈতিক কর্মসূচি।

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজা কৃষ্ণচন্দ্রের শহরে এই সভার মাধ্যমেই নির্বাচনের দামামা বাজাবেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই সভাস্থল এবং সরকারি অনুষ্ঠানের জায়গা একাধিকবার সরোজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হয়েছেন নদিয়ার জেলাশাসক, পুলিশ সুপার, সভাধিপতি সহ মন্ত্রী , বিধায়করা। শুধুমাত্র কৃষ্ণনগর সাংগঠনিক জেলার নেতাকর্মী সমর্থক নিয়ে এই জনসভায় উপচে পড়বে সাধারণ মানুষের ভিড় এমনটাই আশা দলীয় নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + two =